August 13, 2025, 8:14 pm
শিরোনামঃ
নরসিংদীতে ফুটবল খেলার দ্বন্দ্বে কিশোর রিয়াদ ছুরিকাঘাতে নিহত রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে বিএনপি প্রথম সংস্কার চেয়েছে -বেলাবতে গণসংযোগে বিএনপি নেতা জুয়েল নরসিংদীতে খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য অনুকরণীয় : নয়ন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো গ্রে’প্তা’র। রাজবাড়ীর পাংশায় ছাত্রীর সঙ্গে শিক্ষককের অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ শেষ হলো রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলা বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগের সাথে ভাষা বিজ্ঞান বিভাগ একীভূত করায় জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ পলাশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ

রাজবাড়ীর পাংশায় ছাত্রীর সঙ্গে শিক্ষককের অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ছাত্রীর সঙ্গে শিক্ষককের অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ

 

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক মো. ফজলুল হককে (৫২) পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তোপের মুখে ওই শিক্ষককে পাংশা মডেল থানা-পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. ফজলুল হক দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। আজ সকালে নবম শ্রেণির এক ছাত্রীর সাথে কোচিং সেন্টারে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এসময় ঘটনাটি এক ছাত্র দেখে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীকে জানালে দুপুরের মধ্যে উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জনতা।

পাংশা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ পাহাড়ায় ওই শিক্ষককে থানায় নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে ওই শিক্ষককের মোটরসাইকেল পুড়িয়ে দেয় জনতা।

দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল বলেন, ফজলু স্যার এই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়কে কুক্ষিগত করে রেখেছিলেন। ওই শিক্ষক কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তার মতো শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার দরকার নেই, তাই আমরা তার পদত্যাগের দাবি করছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মো. ফজলুল হকের বিরুদ্ধে কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক কার্যকলাপে অভিযোগ শুনেছি। আজ দুপুরে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পুলিশ কে খবর দেয়। এর মধ্যে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান গেট, বিদ্যালয়ের জানালার গ্লাস ভেঙে ফেলে। পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা। বিষয়টি তাকে মুঠোফোনে জানিয়েছি। আমরা একটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেব।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভের করছে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন