নরসিংদীতে খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেল ছাড়া প্যাকেটজাত খাদ্য সরবরাহ এবং অনিবন্ধিতভাবে খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদী ডিসি রোড ও স্টেশন রোড এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম।
প্রথমে সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেল ছাড়া প্যাকেটজাত খাবার সরবরাহ করছে এবং অনিবন্ধিতভাবে খাদ্য প্রস্তুত ও বিক্রি করছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক), ৩৩ ও ৩৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
পরে রেলওয়ে স্টেশন রোডের রমেশ পোদ্ধার সুইট মিটে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি এবং অনিবন্ধিতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে একই আইনের ৩৩ ও ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে দোকান মালিক অসুস্থ হয়ে পড়ায় জরিমানার অর্থ পরিশোধের জন্য এক সপ্তাহের সময় দেয়া হয়।
অভিযানে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ওমর আলী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।