নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীতে ৭ দফা দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।
এ সময় শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসজুড়ে মিছিল করে এবং দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান তোলে। তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। প্রতিবছর উন্নয়নমূলক ফি নেওয়া হলেও তা উন্নয়নের কাজে ব্যয় হয় না বলেও অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা আরও দাবি করেন, মাদ্রাসাটি পরিবারতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে।
শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হলো—
১. প্রিন্সিপালের পদত্যাগ ও নতুন নিয়োগ।
২. সায়েন্স ল্যাবে শিক্ষক নিয়োগ।
৩. হোস্টেল ও ডাইনিং ফি কমানো।
৪. ফাজিল ও কামিল পর্যায়ের বেতন হ্রাস।
৫. কার্যকরী ট্রাস্ট ও গভর্নিং বডির সদস্য তালিকা প্রকাশ।
৬. হলে ভাংচুরের ক্ষতিপূরণ আদায়।
৭. স্বৈরাচারীদের দোষরদের বিরুদ্ধে মামলা।
পরে ছাত্র সংসদের নেতারা মাদ্রাসা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে পুনরায় ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলন চালানো হবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ বলেন, “আমরা শিক্ষার্থীদের লিখিত দাবি পাইনি। পেলে যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যেই মেনে নেওয়া হবে।”