কুড়িগ্রামে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দ্বায়ে
৬ পরীক্ষার্থীকে বহিস্কার
কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র তাদের বহিস্কার করেন।
বহিস্কৃতরা হলেন, ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।
ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিস্কার করা হয়।