August 17, 2025, 2:10 am
শিরোনামঃ
জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল নিয়ে দ্বন্দ্বে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশসহ আহত ৭ সিলেট থেকে লুট হওয়া ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার বিএনপি ও জামায়াতের কর্মযজ্ঞে উত্তপ্ত জয়পুরহাট-২ আসন কুড়িগ্রামে শিশু কল্যাণ নিশ্চিত করণে শিশু সুরক্ষা কমিটি গঠন কুড়িগ্রামে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দ্বায়ে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার  নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ জবির ছাত্রী হলে ফ্রী মেডিকেল সেবা সহ ৬ পরিকল্পনা নিয়ে ছাত্রদলের শহীদ সাজিদ মেডি এইড গঠন রায়পুরায় নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের আট নেতা-কর্মী গ্রেপ্তার রাবিতে অবস্থান ধর্মঘট পালন

বিএনপি ও জামায়াতের কর্মযজ্ঞে উত্তপ্ত জয়পুরহাট-২ আসন

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বিএনপি ও জামায়াতের কর্মযজ্ঞে উত্তপ্ত জয়পুরহাট-২ আসন

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই ভোটের মাঠ গরম করে তুলেছেন।

ভোটারদের মন জয় এবং দলের কাছে নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে তারা প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আয়োজনের মাধ্যমে প্রার্থীরা নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা চালাচ্ছেন।

আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমা নির্ভর করবে সংস্কারের বিষয়ে কতটা ঐকমত্য তৈরি হয় তার ওপর। তবুও নির্বাচনের সূত্র ধরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। এই সম্ভাবনাকে সামনে রেখে প্রার্থীরা এখন থেকেই মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন।

দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা শুধু দলীয় নেতাকর্মীদের সঙ্গেই নয়, সাধারণ ভোটারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভা-সমাবেশ, উঠান বৈঠক, দোয়া মাহফিল, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে প্রার্থীরা বিশেষ প্রচারণা চালাচ্ছেন।

গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলি সব জায়গায়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই আসনে কে পাবেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন।

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেতে ছয়জন নেতা মাঠে সক্রিয় রয়েছেন।

সাবেক সচিব ও ডিসি আব্দল বারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন (২১ জুলাই ২০২৫ ইং) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।

 

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আয়োজনের মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণ, প্রার্থীর ভাবমূর্তি দৃঢ় করার লক্ষ্যে রাজনৈতিক অঙ্গীকার স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

 

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন।

 

সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা একজন প্রকৌশলী। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে আওয়ামী লীগ এর প্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন কে ১৬০০ ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী ছিলেন। তিনি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভা-সমাবেশ, উঠান বৈঠক ও অনুষ্ঠানে যোগ দিয়ে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন নানা কর্মসূচিতে।

লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ জাতীয়তাবাদী কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট জেলা বিএনপি । তিনি গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলি সব জায়গায়ই তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে প্রচারকার্য চালাচ্ছেন।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (এনআরবি) ২০২৫-পুরস্কারে ভ‚ষিত হন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি।

 

তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সদস্য, আইইবি ওমান ওভারসিজ চ্যাপ্টার এর চেয়ারম্যান এবং সাবেক ছাত্রদল নেতা। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বাবার হাত ধরে সন্তান হিসাবে তাঁর রাজনীতিতে আসা। সেই থেকেই রাজনীতির সূচনা হয় ছাত্রজীবনে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদল থেকে। গত ১৫ বছর ধরে কোনো প্রচারবিমুখভাবে, মিডিয়া ছাড়া, নিজের টাকায় বারবার মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

 

কখনো নগদ অর্থ দিয়ে, কখনো খাদ্য ও বস্ত্র বিতরণ করে তিনি গরিব, দুস্থ ও মেহনতী মানুষের জীবনযাত্রায় আশার আলো জ্বালিয়েছেন। শুধু একবার নয়, বছরের পর বছর ধরে তিনি জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে অসংখ্য পরিবারকে আর্থিক সহায়তা, খাবার ও কাপড় পৌঁছে দিয়েছেন।

 

একই সময় তিনি বিএনপির ভাবমূর্তি রক্ষা, সংগঠনের চেতনা জিইয়ে রাখতে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বিলি করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে চলা এক সাহসী রাজপথের যোদ্ধার নাম আব্বাস আলী। জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি এখন ভোটারদের মুখে মুখে আলোচনার শীর্ষে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক অন্যতম সদস্য আব্বাস আলী বর্তমানে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজপথে বারবার নির্যাতনের শিকার হয়েও তিনি রাজনীতি থেকে একচুলও সরে দাঁড়াননি। “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে প্রার্থীরা বিশেষ প্রচারণা চালাচ্ছেন।

 

অন্যদিকে জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংসদ সদস্য (এমপি) প্রার্


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন