August 18, 2025, 6:05 am

জয়নাল আবেদীন জয়, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে ধান ক্ষেতের সাথে শত্রুতা

 

জয়নাল আবেদীন জয়,
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

 

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাইলট্রী বিন্নিপাড়া গ্রামের আব্দুল মজিদ নামে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানান।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শাইলট্রী বিন্নিপাড়া গ্রামের কৃষক আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের মৃত ছোলাইমান আলীর পুত্র দেলোয়ার হোসেন (৫০) ও কন্যা শাহনাজ বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে দেলোয়ার ও শাহনাজ সহ দেলোয়ারের পুত্র শিনহাজ (২২), মৃত আলাল উদ্দিনের পুত্র সৌরভ (২২), ফতেপুর গ্রামের জসিমের পুত্র আঃ লতিফ এবং পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলারআলী গ্রামের মৃত জাফরের পুত্র মোজাম(৬৫) লোকজন রাতের আধারে গিয়ে শাইলট্রী মৌজার ৯৩২ ও ৯২৬ দাগ, ৩৭৯ নং খতিয়ানের প্রায় ১একর ৪০ শতক জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলেছে।

 

ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ বলেন, অনেক খরচ করে জমি প্রস্তুুত করে জমি চাষাবাদ করেছি। আর এক রাতে তারা আমার এতবড় সর্বনাশ করলো। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচার চাই।

 

অভিযোগ বিষয়ে শাহনাজ বেগম বলেন, পৈত্রিক সূত্রে ঐ জমির মালিক আমরা। তারপরও জোর পূর্বক জবর দখল করে রেখেছে। আর তারা জমি থেকে চারা উপড়ানোর যে অভিযোগ করেছে তা মিথ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন