নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রিনা বেগম (২৮) আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জুয়েল মিয়া ও তার স্ত্রী গুরুতর জখম হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে জুয়েল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রিনা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”