যুব সমাজকে মাদক মুক্ত ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে রাখতে রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট কবরস্থান সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বয়রাট সমাজ কল্যাণ সংঘ। যুব সমাজকে মাদক মুক্ত ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করেন। তারা হলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাট্টা ইউনিয়ন শাখা ফুটবল একাদশ বনাম বাংলাদেশ জামায়াতে ইসলামী পাট্টা ইউনিয়ন শাখা ফুটবল একাদশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাট্টা ইউনিয়ন শাখা ফুটবল একাদশকে ৫-২ গোলে পরাজিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাট্টা ইউনিয়ন শাখা ফুটবল একাদশ জয়লাভ করে। এ প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের মিডিয়া ও প্রচার সম্পাদক ও রাজবাড়ী জেলা ফোরামের এ এস এম রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ড. আবুল কালাম আজাদ, পাংশা পৌর নায়েবে আমীর মো. মঞ্জুর রহমান, সরিষা ইউনিয়ন আমীর হাফেজ আলতাফ হোসেন, পাট্টা ইউনিয়নের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, রুকন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, বায়তুল মাল সম্পাদক আবু ইউসুফ ও শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি মানুষের একটি ধারণা রয়েছে যে, জামায়াতে ইসলামীর মধ্যে কোন বিনোদন নেই। মানুষের সেই ধারণাকে বদলে দিতে চাই। এই খেলার মাধ্যমে জানাতে চাই জামায়াতে ইসলামীর মধ্যেও খেলাধুলা ও বিনোদন রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গগণ সহ অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।