বেলাবতে বিএনপি মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীর বেলাবতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার বেলাব বাজারস্থ আহনাফ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উপজেলা মহিলা দলের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বেলাব উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: রিনা খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোছা: নার্গিস আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোছা: ময়না, মোছা: আসমা আক্তার, মোছা: মেরুনা বেগম, সদস্য সাথী আক্তার, সাকিনা বেগমসহ অনেকে।
জানা গেছে, গত ২২ আগস্ট বেলাব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর পরিবার ও বিএনপির অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতে নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।