রাজবাড়ী’র পাংশায় গলায় ফাঁ’স নিয়ে বৃদ্ধার আত্মহত্যা
রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে ফাতেমা খাতুন (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ২৭ তারিখ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা ফাতেমা খাতুন একই গ্রামের মৃত আব্দুল হাকিম খাঁর কন্যা এবং মৃত লাল চাঁদের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং অনেক চিকিৎসা করানো সত্ত্বেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়,
বুধবার ভোরে ফাতেমা খাতুনকে নামাজ পড়ার জন্য ডাকা হয়, কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে তার ছেলের স্ত্রী আফিয়া খাতুন তাকে খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত চৌচালা ঘরে ফাতেমাকে নিজের ওড়না দিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে ওড়না কেটে তাকে নিচে নামান। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। খবর পেয়ে পাংশা থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে যান। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।