জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রায় ১৫ মাস আগে দাফন করা হাবিবুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাকড়াঁপালি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সিআইডির একটি দল মরদেহ উত্তোলন করে।
জানা গেছে, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমিজমা সংক্রান্ত একটি বিবাদের জেরে হাবিবুর রহমানের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। শুরুতে মৃত্যুকে স্বাভাবিক ধরে নিয়ে দাফন সম্পন্ন করা হয়। কিন্তু পরবর্তীতে মৃত হাবিবুর রহমানের মেয়ে ববিতা খাতুন স্থানীয় মনোয়ার হোসেন ও তার স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মরদেহ উত্তোলনের নির্দেশ দিলে সিআইডি পুলিশ কবর খননের মাধ্যমে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। সিআইডি সূত্র জানিয়েছে,
জমিজমা নিয়ে বিরোধের জেরে এই মৃত্যুকে স্বাভাবিক বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। তবে মামলা দায়েরের পর নতুন করে অনুসন্ধানে নেমে আদালতের অনুমতিতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। কবর থেকে মরদেহ উত্তোলনের পুরো কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কাকড়াঁপালি এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। মৃত ব্যক্তির স্বজনরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। হাকিমপুরের স্থানীয় প্রশাসন জানায়, কবর থেকে মরদেহ উত্তোলনের প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল এবং আইন অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এদিকে মামলার তদন্তকাজ অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। এলাকার বাসিন্দারা মনে করছেন, এমন ঘটনা সমাজে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি।