রাজবাড়ীতে সাপে কেটে এক কৃষকের মৃ’ত্যু
রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ীতে সাপের কামড়ে মুক্তার খান পিন্টু (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুক্তার খান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর পদ্মার তীরবর্তী এলাকার মৃত ছাত্তার খানের ছেলে। তার চার বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৮টার দিকে মুক্তার খান বাড়ির পাশে গরুর খাদ্যের জন্য ঘাস কাটতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাপটির নাম জানতে চান। রোগী নিশ্চিতভাবে বলতে না পারলেও ধারণা দেন এটি রাসেল ভাইপার হতে পারে। তার পায়ে কামড়ের চিহ্ন পাওয়া যায়। সাপটি সঠিকভাবে শনাক্ত করা না যাওয়ায় চিকিৎসক পরিবারের অনুমতি নিয়ে অ্যান্টি স্নেক ভেনম দিতে চান। তবে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।
মৃতের মামা মুনসুর আলী জানান, “সাপে কামড় দেওয়ার পর প্রথমে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে এক কবিরাজের কাছেও নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দুইটার দিকে মারা যায় সে।”
স্থানীয় বাসিন্দা রফিক বলেন, “গত দুই-তিন বছর ধরে মহাদেবপুর পদ্মার পাড় এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বর্ষার সময় নানা ধরনের বিষধর সাপ দেখা দেয়। মুক্তারকে সাপে কামড় দেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ভয়ে মাঠে কাজ করতে সাহস পাচ্ছেন না।”
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনম রয়েছে। তবে অনেক সময় সাপ চিহ্নিত করা না গেলে অকারণে অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্যই পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়।”