নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, দুই চিকিৎসক হেফাজতে
নাজমুল হাসান ( নরসিংদী,
নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালে টনসিলের অপারেশনের পর রাহা মনি (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত রাহা মনি রায়পুর উপজেলার হাঁটুভাঙা এলাকার বাসিন্দা নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, টনসিলের অপারেশনের জন্য রাহা মনিকে লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এনেস্থেশিয়া দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা এবং অপারেশন করেন নাক-কান-গলার চিকিৎসক ডা. তন্ময় কর। অপারেশনের প্রায় এক ঘণ্টা পরই শিশুটির মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই প্রাণ হারিয়েছে তাদের একমাত্র সন্তান। শিশুটির বাবা নাজমুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অপারেশনের পর ডাক্তাররা বলেন ১৫ মিনিটের মধ্যে জ্ঞান ফিরবে। অনেকক্ষণ পরও জ্ঞান ফেরেনি। আমি জোর করে ওটিতে ঢুকে দেখি আমার মেয়ের পা ঠান্ডা। তখনই বুঝতে পারি মেয়েটা আর নেই। আমাদের সঙ্গে ছলচাতুরি করে ঢাকায় নেওয়ার নাম করে মেয়ের মরদেহ ঘুরিয়েছে।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়।
লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক ফজলুল কাদের জানান, অপারেশনের পর কিছুক্ষণ পর শিশুর অবস্থা খারাপ হয়ে গেলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন। ঢাকায় রেফার করার প্রস্তুতিকালে শিশুটি মারা যায়।
এনেস্থোলজিস্ট ডা. সুদীপ্ত সাহা দাবি করেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে সাড়ে ৮টার দিকে শিশুর শ্বাসকষ্ট দেখা দিলে তারা দ্রুত ব্যবস্থা নেন। “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিশুটিকে বাঁচানোর জন্য। কোনো গাফেলতি ছিল না।”
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।