আহত শরীর নিয়ে মঞ্চে জবি শিক্ষার্থী ব্রজ গোপাল রায়
জবি প্রতিনিধি : নাজিব তালুকদার
শনিবার জবিতে আয়োজিত লোক প্রশাসন বিভাগের ১ যুগ পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠানে আহত শরীর নিয়ে গান গেয়েছেন জবি শিক্ষার্থী ব্রজ গোপাল রায় ।
একজন সঙ্গীত শিল্পীর সবথেকে বড় অস্ত্র হচ্ছে তার কন্ঠ। তেমনি প্রতিবাদ স্বরূপ বজ্র গোপাল রায় ভাঙ্গা হাত নিয়েই মঞ্চে গান গাইতে উঠেছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী ব্রজ গোপাল রায় সদরঘাটে সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ ও সদরঘাট ইজারাদারদের সাথে সংঘর্ষের জের ধরে নির্মমভাবে আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সংঘর্ষের দুই দিনের মাথায় মিমাংসা ও চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে আহত অবস্থায় ব্রজকে চিকিৎসার খরচ জোগানো সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র প্রতিনিধি নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি এই শিক্ষার্থী। তার হাতের দ্রুত অপারেশন প্রয়োজন হলেও অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে আছে।
এ অবস্থায় ব্রজর সহপাঠীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে একজন শিক্ষার্থীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। তারা দ্রুত চিকিৎসা খরচ বহন ও সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন” ।