September 1, 2025, 5:10 am
শিরোনামঃ
রাবিতে তালা ভেংগে মনোনয়নপত্র বিতরণ তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক মোস্তফা খান খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের আন্দোলন স্থগিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা দারিয়াপুরে আহত শরীর নিয়ে মঞ্চে জবি শিক্ষার্থী ব্রজ গোপাল রায় মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড. আসিফ নজরুলের আকস্মিক পরিদর্শন নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজশাহীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের আন্দোলন স্থগিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের আন্দোলন স্থগিত

 

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও শ্রমিকদের মহার্ঘ ভাতার দাবিতে শনিবার (৩০ আগস্ট) শুরু হওয়া আন্দোলন স্থগিত করেছে শ্রমিক-কর্মচারীরা। রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আন্দোলকারীদের সাথে কথা বলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা ও চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

চিনিকল সূত্রে জানা গেছে, চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা চিনিকলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দাবি-দাওয়া মানতে চিনিকল কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে কর্মকর্তাদের অফিসে ঢুকতে দেননি। আজ রোববার আবারও বিক্ষোভ করা হয়। পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আন্দোলকারীদের সাথে কথা বলেন। এরপর শ্রমিক-কর্মচারীরা আন্দোলন স্থগিত ঘোষণা দেন।

জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজকে আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন । এ জন্য আমরা আন্দোলন স্থগিত করেছি।

 

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন