জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের আন্দোলন স্থগিত
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও শ্রমিকদের মহার্ঘ ভাতার দাবিতে শনিবার (৩০ আগস্ট) শুরু হওয়া আন্দোলন স্থগিত করেছে শ্রমিক-কর্মচারীরা। রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আন্দোলকারীদের সাথে কথা বলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা ও চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
চিনিকল সূত্রে জানা গেছে, চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা চিনিকলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দাবি-দাওয়া মানতে চিনিকল কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে কর্মকর্তাদের অফিসে ঢুকতে দেননি। আজ রোববার আবারও বিক্ষোভ করা হয়। পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আন্দোলকারীদের সাথে কথা বলেন। এরপর শ্রমিক-কর্মচারীরা আন্দোলন স্থগিত ঘোষণা দেন।
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজকে আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন । এ জন্য আমরা আন্দোলন স্থগিত করেছি।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।