খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
খুলনার রূপসা নদীর ওপর নির্মিত খান জাহান আলী সেতুর ২ নম্বর সেতুর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ছিলেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ‘সাংবাদিক বুলুর লাশ রূপসা সেতুর নিচে পাওয়া গেছে। উদ্ধার লাশের পকেটে পাওয়া এনআইডি থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি আমাদের জানালে ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত লাশটি দেখে নৌ পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে সেতুর ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।