পাঁচবিবিতে জোরপূর্বক জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ।
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে পাঁচবিবিতে জোরপূর্বক জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আয়মা রসুলপুর ইউনিয়নের পূর্ব খাসবার্টা গ্রামে। ভুক্তভোগী সাইদুল ইসলাম জানান,
আমার ক্রয়কৃত সম্পত্তি ১,৭৫ শতাংশ, যাহার দাগ নাম্বার ২১৮৬ আর এস, আমার প্রতিবেশী বিবাদী
মৃত শরিফ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক , জোরপূর্বক জায়গাটি দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করে, এতে আমি বাধা প্রদান করিলে আমাকে বিভিন্ন সময় অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয় ভীতি, সহ প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী সাইদুল ইসলাম, বাদী হয়ে জয়পুরহাট আদালতে বাড়ির কাজ বন্ধ রাখার জন্য
আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।
আদালতের মামলা নিষ্পত্তি না হওয়াতেই, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির প্রাচীর নির্মাণের কাজ অব্যাহত রাখেন। এছাড়াও সন্ত্রাসী আব্দুর রাজ্জাক,
প্রায় সময় বিবাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদান করেন।
তবে আব্দুর রাজ্জাকের বক্তব্য নেয়ার চেষ্টা করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।