ঝিনাইদহে জেলায় প্রথম ‘দুহিতা’ মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন উদ্বোধন
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদে সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে জেলায় প্রথম ‘দুহিতা’ মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন। শিশুর স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং মাতৃদুগ্ধ গ্রহণ নিশ্চিত করতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সাগান্না ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন এবং ইউপি সদস্যবৃন্দ।
মীর রাকিবুল ইসলাম বলেন, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘দুহিতা’ কেন্দ্র শিশুদের নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। আমাদের আশা, এটি ইউনিয়নের সকল মা ও শিশুর জন্য দিকনির্দেশক উদাহরণ হয়ে উঠবে।
‘দুহিতা’ রুমটি বিশেষভাবে সাজানো হয়েছে যাতে শিশুরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দুধ খেতে পারে। সেখানে রয়েছে খেলনা এবং খেলার উপকরণ, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করবে। এছাড়া, কেন্দ্রটিতে রয়েছে আলাদা জায়নামাজ, যেখানে নারীরা নামাজ আদায় করতে পারবেন। অসুস্থ মা ও শিশুদের বিশ্রামের জন্য একটি শান্ত ও মনোরম পরিবেশও নিশ্চিত করা হয়েছে, যেখানে শিশুরা নিরাপদে ঘুমাতে পারবে।
সাগান্না ইউনিয়নই জেলার মধ্যে প্রথম, যেখানে এই ধরনের মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন চালু করা হলো। আশা করা হচ্ছে, ভবিষ্যতে অন্যান্য ইউনিয়নও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং শিশু ও মাতাদের সুস্থ্য বিকাশে সহায়তা করবে।