September 1, 2025, 4:04 pm
শিরোনামঃ
নেদারল্যান্ডসকে আরেকবার উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ঝিনাইদহে জেলায় প্রথম ‘দুহিতা’ মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন উদ্বোধন কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চবি-বাকৃবিতে শিক্ষার্থীদের উপর  হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন চবি-বাকৃবিতে শিক্ষার্থীদের উপর  হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন পাঁচবিবিতে জোরপূর্বক জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ। রাবিতে তালা ভেংগে মনোনয়নপত্র বিতরণ

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি,

রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আফজাল হোসেন পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজি কিশোরপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের আসনে থাকা যাত্রী আফজালের মুখমণ্ডল থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় আফজালের চাচাতো ভাই মামুন (১৮), দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) গুরুতর আহত হন। বর্তমানে তারা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটি উল্টে যায় এবং চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভুটভুটি জব্দ করা হয়েছে এবং নিহতের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন