January 18, 2026, 5:06 am
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই, বিএনপির যুগ্ম মহাসচিব

নাজমুল হাসান ( নরসিংদী)

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই, বিএনপির যুগ্ম মহাসচিব

নাজমুল হাসান ( নরসিংদী),

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন কমিশন আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে সেই নির্বাচন সঠিক সময়েই হবে। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানোর। কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবে না।

 

সোমবার (১ সেপ্টেম্বর)বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, জামায়াত, এনসিপি ও চরমোনাই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পিআর, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদের কথা বলে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য দু’একটি দল ছাড়া জনগণ, সরকার, নির্বাচন কমিশন এবং দেশের সকল রাজনৈতিক দল প্রস্তুত। এই নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচিত সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদেশের মানুষের ভালবাসা নিয়েই আগামী দিনে ধানের শীষ বিজয়ী হবে।

 

এসময় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ বক্তব্য রাখেন।

 

সভা শেষে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শিক্ষাচত্বরে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন