September 4, 2025, 12:56 pm

মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযানে দুই ড্রেজার জব্দ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: অনিক চৌধুরী,

মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযানে দুই ড্রেজার জব্দ

 

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: অনিক চৌধুরী,

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি অপসারণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বাঙ্গরা বাজার থানার পূর্বধইইর পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে কৃষিজমি ও পরিবেশের ক্ষতির কারণে দুইটি ড্রেজার মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ করে অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ ড্রেজিংয়ের কারণে কৃষিজমি নষ্ট হয়ে ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে এবং পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানার পুলিশ সদস্যরা। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজিংয়ের কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছিল। মোবাইল কোর্টের অভিযানে কৃষিজমি রক্ষায় আশার আলো দেখা দিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি ও পরিবেশ রক্ষার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন