নরসিংদীতে ১২ কেজি গাঁজা সহ নারী মাকদকারবারী আটক
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদী পৌর শহর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নারী শারমিন বেগম (২২)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তার কাছ থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপপরিদর্শক মোঃ ফজলুল হক খানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। নরসিংদী পৌর শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় মর্ডান পোল্ট্রি ফিডস দোকানের সামনে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা।
পরে গ্রেফতারকৃত শারমিন বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।