জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের গরিব দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ১৫ কেজি করে ৮৬৭’টি পরিবারের মাঝে মোট সাড়ে ১৩ হাজার কেজি চাল বিতরণ করা হয়। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চাল বিতরণ করা হয়। গরীব অসহায়দের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিলটন।
এ সময় উপস্হিত ছিলেন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা, ইউপি সদস্য মোঃ মাফুজার রহমান চপল, আনোয়ার হোসেন ও মহিলা সদস্য মোছাঃ তাহমিনা আক্তার সহ অনেকেই।