September 4, 2025, 12:56 pm

নরসিংদীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নাজমুল হাসান ( নরসিংদী) 

নরসিংদীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

 

নাজমুল হাসান ( নরসিংদী) 

নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের চর এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব রূপ নিলো নৃশংস ঘটনায়। ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. হাসান মোল্লা (২৮)। তিনি শিবপুরের পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর পশ্চিম পাড়ার শফিজ উদ্দিন মোল্লার ছেলে এবং পেশায় ট্রাক ড্রাইভার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালানোর ডিউটি শেষে বাড়ি ফিরে ঘুমাচ্ছিলেন হাসান মোল্লা। এ সময় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। হাসান মোল্লার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ঘাতক স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, “ঘাতক স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন