নরসিংদীতে ২য় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন ১ম স্ত্রী
নরসিংদী প্রতিনিধি,
নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের চর এলাকায় এক ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। ঘটনার পর এলাকাবাসী স্ত্রী তানিয়া আক্তারকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত স্বামী মো. হাসান মোল্লা (২৮) পেশায় ট্রাকচালক। প্রতিদিনের মতো ডিউটি শেষে মঙ্গলবার সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন।
হঠাৎ হাসানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় পান। পরে তার স্বজনরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ কেউ জানাতে পারেননি।
অনেকে বলছেন, দাম্পত্য কলহের সমাধান হওয়া উচিত পারিবারিক বা আইনি পথে, এমন ভয়ংকর ঘটনার মাধ্যমে নয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, তানিয়া আক্তার পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।