January 15, 2026, 7:32 am
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

মহানগর ক্লিনিক কে দুই  লক্ষ টাকা জরিমানা 

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

মহানগর ক্লিনিক কে দুই  লক্ষ টাকা জরিমানা 

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক রাজশাহী জেলার, তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র লিয়াকত সালমানের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক ও থানা পুলিশ।

জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় মহানগর ক্লিনিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এ সময় কাগজপত্রে অসংগতি এবং অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং অনতিবিলম্বে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,

মানুষের জীবন নিয়ে কারও অবহেলা বা প্রতারণা মেনে নেওয়া হবে না। ভুল চিকিৎসা বা অনুমোদনহীন ভাবে ক্লিনিক পরিচালনার দায়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার সঙ্গে কারও অনিয়ম হলে তার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ইউএনও’র এ সাহসী ও দ্রুত পদক্ষেপে স্থানীয় জনসাধারণ তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন