September 9, 2025, 6:31 am
শিরোনামঃ
রাজশাহী থেকে ঢাকা বাস চলাচল বন্ধ রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার নুরাল পাগলার দরবারের ভক্ত নিহতের ঘটনায় ৪ হাজার জনকে আসামি করে মামলা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে। প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, নবদম্পতিকে দেখতে ভিড় জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট নরসিংদীর রায়পুরায় ‘শহীদ আবু সাঈদ স্কুল’ এর নামফলক উন্মোচন কালাইয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ ও রোপন পলাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে যুবককে বাসায় ডেকে গলা কাটার চেষ্টা, মা-ছেলে গ্রেফতার নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১

কালাইয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ ও রোপন

জয়পুরহাট জেলা প্রতিনিধি

সবুজে সাজাই বংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এবং অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে “কাঠবাদাম”গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বিদ্যালয় মিলনায়তনে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি এ টি এম সেলিম সারোয়ার শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, বিশেষ অতিথি কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান , কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা হারুণুর রশিদ,কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, চ্যানেল আই জয়পুরহাট প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাটের সনন্বয়কারী শফিউল বারী রাসেল। প্রকৃতি ও জীবন ক্লাব কালাই উপজেলা শাখার সাধারণত সম্পাদক সজিবুল ইসলাম পাভেল।

শিক্ষার্থীরা বলেন,গাছ আমাদের অক্সিজেন, ফল, কাঠ, ছায়া দেয়। গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ বাচলে আমরা বাঁঁচবো। তাই বেশি বেশি গাছ লাগাবো।

নবম শ্রেণির ছাত্র সামিউল বারী শুভ বলেন, গাছ আমাদের সবুজ সতেজতা দেয়, পাখপাখালির অভয়ারণ্য তৈরী করে এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি লাছ লাগানো উচিৎ।

কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গাছ লালনপালন ও পরিচর্যার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষার শিক্ষা পাবে। এই উদ্যোগ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দীন, প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেস্টনি গড়ার এই উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবিদার। আগামীতে এই উদ্যোগ আরো ব্যপকতা পাবে বলে আশা রাখি।

প্রকৃতি ও জীবন ক্লাব কালাই উপজেলা শাখার সভাপতি এ টি এম সেলিম সারোয়ার শিপন বলেন, কালাই উপজেলার স্কুল, গ্রামীণ সড়কে প্রায় ২ হাজার চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এর আগে ক্ষেতলালে ৫ হাজার চারা বিতরণ ও গাছ রোপণ করা হয়েছে। আগামীতে এই কর্মসূচি আরো বৃহৎ পরিসরে করার ইচ্ছে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এই উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে শিক্ষার্থীরা সচেতন হবে সুবজায়ন সম্পর্কে। মহতি এই উদ্যোগের জন্য চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ক্লাব প্রশংসার দাবিদার।

উল্লেখ্য, প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাট জেলার ক্ষেতলালে ৫ হাজার ও কালাইয়ে ২ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করেছে। আগামী বছর জেলায় ২৫ হাজার বৃক্ষ রোপণ ও বিতরনের ঘোষণা দেয় সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন