January 13, 2026, 9:23 am
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট

নাজিব, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দোতলা প্রশাসনিক ভবনে প্রায় অর্ধ-কোটি টাকা ব্যয়ে লিফট নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে লিফট নির্মাণের জন্য ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকার বাজেট অনুমোদন করা হয়। কিন্তু দীর্ঘ তিন বছর পর ২০২৫ সালের শুরুতে তিনটি কোম্পানির সঙ্গে দরপত্র নিয়ে  আলোচনা করা হয়। এর মধ্যে (এলিভেটর) কোম্পানি ৫০ লাখ ৫২ হাজার টাকা, (স্বপ্ন) কোম্পানি ৫২ লাখ ৩০ হাজার টাকা এবং (ওয়াল্টন) কোম্পানি ৪৭ লাখ ৮৭ হাজার ১০০ টাকায় কাজ করার প্রস্তাব দেয়। আলোচনার পর গত ১৮ই মার্চ ওয়াল্টন কোম্পানির সঙ্গে  বিশ্ববিদ্যালয়ের যৌথ চুক্তিতে লিফট নির্মাণের কাজ শুরু হয়।

 

এ বিষয়ে জবির প্রধান প্রকৌশলী বলেন, “লিফট নির্মাণে যে বাজেট ছিল, তার পুরো টাকাই নির্মাণ কাজে
ব্যয় করা হয়েছে। কোনো অর্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) ফেরত যাচ্ছে না। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম হয়নি।”

অন্যদিকে নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা জানান, “লিফট নির্মাণে বাজেট ছিল ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকা। এর মধ্যে আমরা ওয়াল্টন কোম্পানিকে ৪৭ লাখ ৮৭ হাজার ১০০ টাকার বিনিময়ে কাজ  প্রদান করেছি। বাকি প্রায় ৬ লাখ টাকা ইউজিসিতে ফেরত যাবে অথবা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংস্কার খাতে ব্যয় করা হবে। আমরা  নিয়মিত  কাজের তদারকি করেছি এবং কোন ধরনের অনিয়ম পায়নি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই লিফট চালু হবে।”

 

ওয়াল্টন কোম্পানির সিইউও বলেন,
“আমাদের সঙ্গে জবির লিফট নির্মাণে চুক্তি হয়েছে ৪৩ লাখ টাকার। এখানে জার্মান সিরিজ ব্যবহার করা হয়েছে, যা উন্নত ও ব্যয়বহুল। আমরা PWA রেট শিডিউল অনুযায়ী কাজ নিয়েছি।  একই ধরনের লিফট অন্য কোনো  কোম্পানি বসালে প্রায় ৭০ লাখ টাকা লাগতো। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে নিজেদের ব্র্যান্ডিংয়ের স্বার্থে আমরা কম দামে কাজ করেছি।”

উল্লেখ্য অনুমদিত বাজেটের ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকা ব্যয়ে নির্মিত লিফটের কাজ ওয়াল্টন কোম্পানি ৪৩ লক্ষ টাকায় করলে বাকি ১০ লক্ষ টাকার গড়মিলের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি প্রধান প্রকৌশলী বরং পুরো টাকাই নির্মাণ কাজে ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন