নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।
তিনি জানান, “আজ (বুধবার) আমরা ঢাকায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে, নরসিংদী জেলা ও পলাশ উপজেলা যুবদল নেতৃবৃন্দের সম্মতিক্রমে মনিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করি। কারণ ভিডিও ফুটেজ ও তথ্য-প্রমাণে মনিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি, ফলে মামলাটিও মিথ্যা প্রমাণিত হয়েছে।”
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনিরকে দল থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছিল, তিনি দলীয় আদর্শবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন।
তবে বহিষ্কার নিয়ে দেখা দেয় তীব্র বিতর্ক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান জানান, তার অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল। প্রশ্ন উঠেছে সহ-দপ্তর সম্পাদক সুমনের ভূমিকা নিয়েও। অনেকেই মনে করছেন, দলীয় কোন্দল থেকেই এই আদেশ এসেছিল এবং তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী ছিল।
উল্লেখ্য, গত ৩ জুলাই উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় সশস্ত্র হামলার ঘটনায় মনিরকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ মামলায় ৫ জুলাই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং ৬ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।
এরপর ৮ জুলাই মনিরকে কোর্টে তোলা হলে, তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শতাধিক নেতাকর্মী।
শেষপর্যন্ত বুধবার, কেন্দ্রীয় যুবদলের হস্তক্ষেপে মনিরের বহিষ্কারাদেশ বাতিল হয় এবং তিনি পুনরায় দায়িত্বে ফিরেন।