ডাকসু নির্বাচনে বিজয় উপলক্ষে রাজবাড়ীতে জুলাই শহীদ সাগরের কবর জিয়ারত করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে রাজবাড়ীতে জুলাই যোদ্ধা শহীদ সাগরের কবর কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা শহীদ মোঃ সাগর আহম্মেদ ভাইয়ের কবর জিয়ারত করেন। এসময় তারা তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
কবর জিয়ারত শেষে শহীদের পিতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবির রাজবাড়ী জেলা সভাপতি মেধাবী ছাত্রনেতা আবু তাহের এম তানভীর ও জেলা সেক্রেটারি হাসান মাহমুদ। সাক্ষাৎকালে তারা পারিবারিক সার্বিক খোঁজ-খবর নেন এবং শিবিরের পক্ষ থেকে সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।