January 15, 2026, 6:56 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

শতভাগ পাশ শতভাগ জিপিএ ৫ দেশ সেরা সাফল্য নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমর্স

নাজমুল হাসান ( নরসিংদী)

শতভাগ পাশ শতভাগ জিপিএ ৫ দেশ সেরা সাফল্য নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমর্স

এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতি বছরের মতো এবারও অসাধারণ সাফল্য অর্জন করেছে নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস। এবছর প্রতিষ্ঠানটি থেকে ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ সবাই জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পরপরই প্রতিষ্ঠানজুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন জানান, “আমাদের এই সাফল্যের মূলমন্ত্র হল শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা। শিক্ষার্থীদের বিশেষ যত্নে প্রস্তুত করা হয়, নিয়মিত হোম ভিজিট, গাইড টিচার এবং অতিরিক্ত ক্লাসের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ নজরদারি করা হয়।”

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, “সারাদেশের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, নাছিমা কাদির হাইস্কুল এন্ড হোমস আবারও দেশসেরা। মফস্বল শহরে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে আমার স্ত্রী নাসিমা বেগমকে সঙ্গে নিয়ে এ প্রতিষ্ঠান গড়ে তুলি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ।”

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি প্রতিবারই পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব ধরে রেখেছে। এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩১৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পায়।

বর্তমানে বিদ্যালয়টিতে ৫ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৬৪ জন তরুণ ও মেধাবী শিক্ষক-শিক্ষিকা কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

সফল শিক্ষার্থী শাহরিয়ার আফ্রাদ ও শেয়শ্রী সরকার বলেন, “শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং বিদ্যালয়ের হোম ভিজিট প্রক্রিয়া আমাদের এ সাফল্য এনে দিয়েছে।”

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস এখন শুধু নরসিংদী নয়, বরং দেশের শিক্ষাক্ষেত্রে এক অনুকরণীয় নাম হয়ে উঠেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন