November 1, 2025, 12:59 am
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন

নয়া বাংলাদেশ ডেস্ক

মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ এবং বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আসাদুজ্জামান সুমন ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের আয়োজনে সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদুল হক, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মো. আমির হামজা, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামেরের নির্বাহী পরিচালক এম. এইচ আরমান চৌধুরী, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের পরিচালক আর কে রিপন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান সুমন স্থানীয় সাংবাদিকতায় স্মার্ট ভাবে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তরুণ প্রজন্মের জন্য তাঁর কাজ অনুকরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান সুমন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সংগঠন ভালুকা প্রেসক্লাবের টানা চার বছরের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এটিএন নিউজের ময়মনসিংহ প্রতিনিধি ও বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি অবজারভারের ভালুকা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেন।

সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের বিভিন্ন স্থানের গুণী মানুষদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সাংবাদিক আসাদুজ্জামান সুমন এ সম্মাননা প্রাপ্তিকে ভালুকা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের প্রতি উৎসর্গ করে বলেন, ‘এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন