রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গা পুজা ২০২৫ উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু দারদা এর সভাপতিত্বে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা পুজা কমিটির সভাপতি প্রান্তষ কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস প্রমুখ।
এ বছর পাংশা উপজেলায় ৯৮ টি পুজা মন্দিরে পুজা অনুষ্ঠিত হবে।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন সম্প্রীতি গোয়ালন্দে ঘটে যাওয়া ঘটনার পর আমরা সকলেই সচেতন রয়েছি, সার্বিক নিরাপত্তা দিতে আমরা সর্বাক্ত চেষ্টা করব।