September 18, 2025, 3:40 pm

কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর

নয়া বাংলাদেশ ডেস্ক

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজার ও দরগায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা কটূক্তিকারীর বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবীজি (সা.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেন। এর জেরে তৌহিদ জনতারা মাজার ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কটূক্তিকারী মহসিন কফিল উদ্দিন শাহের নাতি ও আলেক শাহের ছেলে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘কটূক্তিকারীকে দ্রুত আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রেরণ করি এবং আমরা তার রিমান্ড চেয়েছি, রিমান্ড মঞ্জুর করেছে। আজকে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং পিছনে যারা ইন্দনদাতা তাদেরকেও ছাড় দেওয়া হবে না।’ ঘটনা নজরে আসার পর সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।’

এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ তৌহিদ জনতা ওই এলাকায় আবদুস শাহ মাজার, নোয়াগাঁও কালু শাজ মাজার, হাওয়ালী মাজার ও হাসান শাহ মাজারেও হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন