রাজবাড়ীর কালুখালীতে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) উন্নয়ন মূলক কর্মকান্ডের অংশ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ রোপন এবং পরিচর্যায় উৎসাহিত করণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালুখালী উপজেলার ৪ টি ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ২ টি সর্বমোট ৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় হতে ৫ম শ্রেনীর সকল শিক্ষার্থীদের মাঝে ১টি বনজ ও ১টি ফলজ সর্বমোট ১৬০০ টি গাছের চারা বিতরন কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের উত্তর কুমরীরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন কালে ফাউন্ডেশনের পরিচালক শহিদুল ইসলাম, ব্যবস্থাপক আবু সোলায়মান, সদস্য আমজাদ হোসেন মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরসহ শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গগন উপস্থিত ছিলেন।