পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীর পলাশে নিখোঁজের পরদিন গলা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টান স্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম গণি মিয়া (৩০)। তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিন মাস আগে তিনি প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে গণি মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবারের পক্ষ থেকে থানায় অবগত করার পর শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান, রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি শনাক্ত করেন।
পরিবারের অভিযোগ, গণি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।”