আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১২জুলাই) সকাল ১১ টায় নান্দাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডের TS কমিনিউটি সেন্টারে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক। সংগঠনের
মহাসচিব এ বি এম হুমায়ুন কবিরের সঞ্চালনায় কৃতি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ পূর্বে বক্তব্য রাখেন- আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষা সচিব আশরাফুল আলম, উপদেষ্ট মন্ডলী সদস্য হাজী নুরুল আমিন, হাফিজুল করিম, ইমরুল হাসান বাবুল সহ প্রমুখ।
এসময় আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন ৮০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও ডায়েরী বিতরণ করা হয়। এছাড়াও বৃত্তিতে সর্বোচ্চ অংশগ্রহণকারী পাঁচ প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবক নিয়ে পৌরসভার TS কমিউনিটি সেন্টার জড়ো হন। পুরো অনুষ্ঠান জুড়ে আনন্দঘন পরিবেশে পরিচালক, শিক্ষক
,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল।