নরসিংদীর পলাশ উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ মো. টিটু মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত টিটু মিয়া গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের আবুল হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “গ্রেপ্তার টিটু মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পারুলিয়া মোড় ও ইছাখালি গ্রামজুড়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছিল। শুধু তাই নয়, মাদককে ঘিরে ওই এলাকায় বিভিন্ন অপরাধও সংঘটিত হয়ে আসছিল।” তিনি আরও জানান, টিটু মিয়ার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দুপুরেই তাকে আদালতে প্রেরণ করা হয়। স্থানীয়দের ভাষ্য, টিটু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।