July 18, 2025, 2:08 am

কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর কুড়িগ্রাম আগমনে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে দলটির কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ কক্ষে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান দলটির জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, অর্থ সম্পাদক মোঃ পনির উদ্দিন সহ জেলা নেতৃবৃন্দ।

পরে এবি পার্টির জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। মতবিনিময় সভায় তিনি দলের কার্যক্রম সম্পর্কে জেলা নেতৃবৃন্দকে নানান দিকনির্দেশনা প্রদান করেন। এবং সকল নেতাকর্মীকে তিনি দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে দরদের রাজনীতি করার আহবান জানান। এছাড়াও ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব থাকা অবস্থায় যেসকল উন্নয়নমুলক কর্মকাণ্ড করেছেন সেসব নিয়ে স্মৃতিচারন করেন তিনি।

উল্লেখ্য, এ এফ এম সোলায়মান চৌধুরী বর্তমানে তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন