নরসিংদী আদালতের কাঠগড়া থেকে লোডশেডিংয়ের সুযোগে পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম (২৫) অবশেষে শিবপুরে জনতার হাতে ধরা পড়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সৃষ্টিগড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে শিবপুর থানা-পুলিশের সহায়তায় তাঁকে আদালত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, রিয়াজুল ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। অটোরিকশা চুরির মামলায় গত ৭ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার শুনানির সময় নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালত কক্ষে হঠাৎ বিদ্যুৎবিভ্রাট হয়। সুযোগ বুঝে কাঠগড়া থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।
পালানোর পরপরই আদালত চত্বর ও আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়দের বুদ্ধিমত্তায় ধরা
পুলিশ জানায়, বুধবার দুপুরে রিয়াজুল সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে একটি বাস থেকে নামলে স্থানীয় কয়েকজন তাঁকে চিনে ফেলেন। আদালত থেকে পালানোর খবর তাঁদের জানা ছিল। সন্দেহ হওয়ায় তাঁরা কৌশলে রিয়াজুলকে আটক করে শিবপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
নতুন মামলা, আদালতে তোলা হবে আজ
নরসিংদী আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর বিকেলেই রিয়াজুলকে নরসিংদী মডেল থানায় নেওয়া হয়েছে। আদালত থেকে পালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আবার আদালতে তোলা হবে।’