October 31, 2025, 7:41 am
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর পবায় বিনামূল্যে গাছের চাড়া বিতরণ

গোলাম কিবরিয়া ( রাজশাহীর জেলা প্রতিনিধি )

রাজশাহীর পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, “সরকার কৃষির উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকদের সহায়তা করে উৎপাদন বাড়ানোই এই প্রণোদনার লক্ষ্য।

 

কর্মসূচির আওতায় উপজেলার ১হাজার ৬০০জন কৃষককে ৫কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি হাইব্রিড মরিচ ও শাকসবজির চাষে আগ্রহী কয়েকশ কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষার লক্ষ্যে আম, নারিকেল ও তালের চারা বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, “পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এবারের প্রণোদনায় ধান ও পেঁয়াজের মতো অর্থকরী ফসলের পাশাপাশি ফলদ ও বনজ চারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে শুধু উৎপাদন বাড়বে না, পরিবেশ সংরক্ষিত থাকবে এবং পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন