January 16, 2026, 6:36 am
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

রাজশাহীর পবায় বিনামূল্যে গাছের চাড়া বিতরণ

গোলাম কিবরিয়া ( রাজশাহীর জেলা প্রতিনিধি )

রাজশাহীর পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, “সরকার কৃষির উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকদের সহায়তা করে উৎপাদন বাড়ানোই এই প্রণোদনার লক্ষ্য।

 

কর্মসূচির আওতায় উপজেলার ১হাজার ৬০০জন কৃষককে ৫কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি হাইব্রিড মরিচ ও শাকসবজির চাষে আগ্রহী কয়েকশ কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষার লক্ষ্যে আম, নারিকেল ও তালের চারা বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, “পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এবারের প্রণোদনায় ধান ও পেঁয়াজের মতো অর্থকরী ফসলের পাশাপাশি ফলদ ও বনজ চারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে শুধু উৎপাদন বাড়বে না, পরিবেশ সংরক্ষিত থাকবে এবং পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন