নিষিদ্ব ঘোষিত আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ আজ (১৮ জুলাই ২০২৫) এক যৌথ বিবৃতিতে আগামী ২০ জুলাই, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে। উল্লেখ করে পোস্ট করে অনলাইন নিউজ পোটাল তৃতীয় মাত্রা নামের ওয়েবসাইট। নিউজ টা প্রচার হলে দ্রুত ভাইরাল হতে থাকে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি কর্মকান্ড প্রচার নিষিদ্ধ থাকা সত্ত্বেও
তারা সেটা প্রচার করে।
সেখানে বলা হয়েছে এই হরতালকে গণপ্রতিরোধের প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হয়েছে ।
বিবৃতিতে উল্লেখিত প্রধান দাবি ও পটভূমি:
গোপালগঞ্জে নির্দিষ্ট “গণহত্যা” এবং “নির্বিচার গুলি ও অত্যাচার”–এর প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে ।
একটি ‘ক্যাঙারু কোর্টে’ বিচার বন্ধ ও “খুনি–দখলদার–ফ্যাসিস্ট সরকারের” পদত্যাগ দাবি সামনে আনা হয়েছে ।
এতে দেশের সকল শ্রেণি–পেশার মানুষ, তরুণ–যুবক, শ্রমিক–কৃষক–শিক্ষক–চিকিৎসক–সাংবাদিক–বুদ্ধিজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ।
(সূত্র তৃতীয় মাত্রা)