চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণায় মাইকিংরত অবস্থায় জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা মো. তানভীর কাদের শিকদারের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২০ জুলাই) ভোরে জাতীয় নাগরিক পার্টির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তার উপর হামলার ঘটনায় একটি ভিডিও শেয়ার করা হয় যেখানে তিনি হামলার বিবরণ দেন।
ভিডিওতে তানভীর বলেন, আমি গত ২৪ সালের জুলাইয় আন্দোলনের একজন আহত। আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলাম। ২০ তারিখ এনসিপির কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রাম আসা উপলক্ষ্যে বাঁশখালিতে প্রচার প্রচারণা করছিলাম। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইকিংয়ে ছিলাম। মাইকিং শেষ করার পর হঠাৎ বিএনপির নেতাকর্মীরা এসে আমার গাড়ি থামায়। তারপর বলে ও এনসিপি, ও এনসিপি সমর্থক। তারপর আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে। এরপর এনসিপির ব্যানার নিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেয় তারা।
তিনি আরও বলেন, আমি ২৪ সালের আন্দোলনে যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছিলাম তারা আজকে সে জায়গায় আমাকে মারধর করে। হামলা চালানোর পর আমার ব্লিডিং হয়। পরে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। পরে কয়েকজন আমাকে উদ্ধার করে চট্টগ্রামে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।
এনসিপির পেইজ থেকে শেয়ায় করা আরেক ভিডিওতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী আহত মো. তানভীর কাদের শিকদারকে দেখতে আসেন। ভিডিওতে তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন জুলাই যোদ্ধা যার মাথায় এখানো বুলেট আছে। সে জায়গায় তার উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এটি দুঃখজনক। আমরা একই সাথে আন্দোলনে ছিলাম, লড়াইতে ছিলাম। আজকে দেখেছেন যখন একটি দলের পদচারণা করতে গিয়েছে তার মাথায় হামলা করেছে, পায়ে হামলা করেছে।
তিনি আরও বলেন, আমরা দেশবাসী ও প্রশাসনের কাছে বিচারের দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাই আমাদের অসংখ্য ভাই এ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা তাদের পাশে দাঁড়াবেন।