নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ৮-১০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (২০ জুলাই) দুপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, নরসিংদী জেলা কৃষক দলের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। কর্মসূচির একপর্যায়ে মানবিক বিভাগের ৮-১০ জন শিক্ষার্থী হঠাৎ ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয় এবং পরে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কলেজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা বলেন,
“শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক উস্কানি বা দলীয় স্লোগান বরদাস্ত করা হবে না। কলেজের পরিবেশ অশান্ত করার কোনো সুযোগ নেই।”
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন,
“রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”