নরসিংদীতে বিএনপি নেতার কার্যালয় থেকে ছাত্রলীগ নেতা আটক
নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কান্দাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি হারুন অর রশিদ গোপনে নিজ বাড়িতে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবু ছিদ্দিক মিয়ার কান্দাইল বাজারস্থ ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন।
এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালায় মাধবদী থানা পুলিশ। গভীর রাতের এই অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মাধবদী থানার এক কর্মকর্তা জানান, “হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় আমদিয়া ইউনিয়নসহ পুরো এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ; কেউ বলছেন, দেরিতে হলেও আইন নিজের পথে হাঁটছে।