নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান (মানিক) গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। তিনি জানান, গ্রেপ্তারের পর মোশাররফ হোসেন প্রধানকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে মোশাররফ হোসেন আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যাকাণ্ডের অভিযোগসহ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সময় সংঘটিত সহিংসতা-সংক্রান্ত মামলা অন্তর্ভুক্ত।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “মোশাররফ হোসেন প্রধানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাঁকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে।”
এদিকে, গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাধবদী ও আশপাশের এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।