“সন্তানকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব বাবা-মায়ের”
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা
‘‘আমার চোখে জুলাই বিপ্লব ‘ তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে কুড়িগ্রামের দূর্গম চরের গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে সদর যাত্রাপুর ইউনিয়নের মাঝিয়ালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় কুড়িগ্রাম জেলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিস এর উপপরিচালক মো. মোদাব্বের হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়োকোবাদ, কুড়িগ্রাম জেলা জামায়েত আমীর মো. নিজাম উদ্দিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান প্রমুখ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সন্তানকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব বাবা-মায়ের। চরাঞ্চলে হাস-মুরগি, গরু-ছাগল, ডিম-দুধ ও ভুট্টা সহ সব ধরনের পুষ্টিকর খাবার পাওয়া যায়। কিন্তু চরাঞ্চলের পুষ্টি চাহিদা পূরনে সচেতন নয়। যে কারনে চরাঞ্চলে মা ও শিশু অপুষ্টিতে ভোগে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে যে সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী রয়েছেন আপনারা চরাঞ্চলে যেসব শাকসবজি সহ অনান্য পুষ্টিকর খাবার পাওয়া সে সবের গুরুত্ব এ এলাকার মানুষকে বোঝাবেন। এবং মানুষকে সচেতনতা মুলক বার্তা দেবেন।