জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ সকালে এক গুরুত্বপূর্ণ মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি পৌর এলাকার সকল কেন্দ্র প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি গোলাম রব্বানী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ, ইসলামি মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রত্যেকটি নেতা-কর্মীকে দৃঢ় মনোবল ও আত্মত্যাগের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জন করতে পারব এবং বিজয় অর্জন সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা আবুল বাশার।
তিনি বলেন,জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের জন্য আমাদেরকে আরো বেশি সেবা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জামায়াতের আদর্শের প্রতি অবিচল থেকে জনকল্যাণে নিবেদিত হতে হবে।
বৈঠকে নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয়াদি ছাড়াও স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের কৌশল এবং গণসংযোগ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।