মহেশপুরে ভাত খাওয়া নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাত খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জামাল হোসেন (২১)। তিনি ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম উজ্জল হোসেন, যিনি পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সোমবার সকালে খাবার সময় ভাত খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভৈরব বাজারের একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বড় ভাই উজ্জলের সঙ্গে জামালের ঝগড়ার একপর্যায়ে উজ্জল বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু হয়।”
ওসি আরও জানান, উজ্জলের পেশার কারণে তার কাছে সব সময় একটি ধারালো ছুরি থাকতো। সেই ছুরিটিই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছে। পুলিশ তার সন্ধানে অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।