জয়পুরহাটে এক হাজার গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন, শিশুরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভিড় করেন। সেনা কর্মকর্তারা জানান, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে সেনাবাহিনী ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।